ইতালির চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’
মনজুরুল ইসলাম মেঘ:
ইতালির ট্রেন্টো শহরে শুরু হয়েছে ২৬তম ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল’। এ উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক খন্দকার সুমনের সাঁতাও চলচ্চিত্র।
শনিবার স্থানীয় সময় রাত ৯টায় প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। সাঁতাও চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন চিত্রায়ণের প্রয়াসেই নির্মিত হয়েছে সিনেমাটি। এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।