Dhalywood

চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী আর নেই

ডেস্ক : ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য এবং একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮০ সালে ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পাওয়া সৈয়দ সালাহউদ্দীন জাকী  চলচ্চিত্র নির্মাতার পাশাপাশি কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখকও।

১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন  সালাহউদ্দীন জাকী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Film & Festival News

CinemaKing Limited